Waqf সম্পত্তির উপর বিপদ! মুসলিম সমাজের বড় পদক্ষেপ
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড
তারিখ: ০৫/০৪/২০২৫
ওয়াক্ফ সংশোধনীর বিরুদ্ধে জাতীয় আন্দোলন
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড কঠোর প্রতিরোধ ঘোষণা করেছে
নয়াদিল্লি, ৫ই এপ্রিল, ২০২৫
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (AIMPLB) সংসদে পাশ হওয়া সাম্প্রতিক ওয়াক্ফ সংশোধনীগুলিকে ইসলামি মূল্যবোধ, ধর্ম ও শরিয়াহ, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর ওপর একটি মারাত্মক আঘাত হিসেবে ঘোষণা করেছে। বোর্ড জানিয়েছে, বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডাকে কিছু রাজনৈতিক দলের সমর্থন তথাকথিত ধর্মনিরপেক্ষতার মুখোশকে সম্পূর্ণ উন্মোচন করে দিয়েছে।
AIMPLB জোর দিয়ে বলেছে যে, তারা এই সংশোধনের বিরুদ্ধে ধর্মীয়, সামাজিক এবং সম্প্রদায়ভিত্তিক সংগঠনগুলোর সাথে সমন্বয় করে একটি দেশব্যাপী আন্দোলন শুরু করবে এবং এই সংশোধন বাতিল না হওয়া পর্যন্ত এই প্রচার অভিযান চলবে। বোর্ড ভারতের মুসলিম জনগণকে আশ্বস্ত করেছে যে হতাশ বা নিরাশ হওয়ার কোনও কারণ নেই। নেতৃত্ব এই সংগ্রামে কোনও ত্যাগ থেকে পিছু হটবে না এবং দেশের সকল ন্যায়প্রিয় শক্তির সঙ্গে মিলে সংবিধানিক কাঠামোর মধ্যেই একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে।
মাওলানা মুহাম্মদ ফজলুর রহিম মুজাদ্দিদি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সাধারণ সম্পাদক, এই জাতীয় প্রচারাভিযানের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বোর্ড শুধুমাত্র সুপ্রিম কোর্টে আইনি পথে এই বৈষম্যমূলক এবং অন্যায় সংশোধনীগুলিকে চ্যালেঞ্জ করবে না, বরং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদ—যেমন কালো ফিতা পরা, প্রতিবাদ সভা, নাগরিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক, প্রেস কনফারেন্স—এর মাধ্যমেও তাদের অবস্থান জানাবে।
প্রতিটি রাজ্যের রাজধানীতে মুসলিম নেতৃত্ব প্রতীকী গ্রেফতার দেবে এবং জেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি হবে। এই প্রতিবাদ শেষে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে।
প্রচারের প্রথম ধাপের অংশ হিসেবে, এক সপ্তাহ ব্যাপী ‘ওয়াক্ফ বাঁচাও, সংবিধান বাঁচাও’ থিমে কর্মসূচি পালিত হবে। এই সময়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে, বিশেষ করে নাগরিকদের সাথে আলোচনার মাধ্যমে সরকারের মিথ্যা প্রচার ও বিভ্রান্তিমূলক তথ্যের জবাব দেওয়া হবে যুক্তিপূর্ণ ও তথ্যসমৃদ্ধভাবে। একইভাবে দিল্লিতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
দিল্লি, মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, বিজয়ওয়াড়া, মালাপ্পুরম, পাটনা, রাঁচি, মালেরকোটলা এবং লখনৌতে ব্যাপক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। এই আন্দোলনের সূচনা হবে দিল্লির টকাটোরা স্টেডিয়ামে একটি বিশাল জনসমাবেশের মাধ্যমে এবং ঈদ-উল-আযহা পর্যন্ত প্রথম পর্যায় চলবে। পরবর্তী ধাপ পরে ঘোষণা করা হবে।
বোর্ডের সাধারণ সম্পাদক সকল মুসলমান বিশেষত যুবসমাজকে ধৈর্য, স্থিরতা ও দৃঢ়তা রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, যেন কোনও রকম আবেগপ্রবণ কাজ না করা হয় যা অশান্তি বা বিভেদ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, প্রত্যেকে যেন স্বতঃস্ফূর্তভাবে নয় বরং বোর্ডের দিকনির্দেশনা অনুযায়ী সংগঠিতভাবে শান্তিপূর্ণ উপায়ে অংশগ্রহণ করে।
তিনি পবিত্র কোরআনের সূরা আল আনকাবুত (৬৯) উদ্ধৃত করেন:
“আর যারা আমাদের জন্য চেষ্টা করে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথ দেখাবো। নিশ্চয়ই আল্লাহ সদাচারীদের সঙ্গেই থাকেন।”
তিনি সকল দায়িত্ব পালনের গুরুত্ব এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়ার উপর জোর দেন। তিনি বলেন, আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সব আন্তরিক ও নিষ্ঠাবান প্রচেষ্টার পুরস্কার দিয়ে থাকেন।
আল্লাহ আমাদের রক্ষা ও সহায়ক হোন।
জারিকৃত:
ড. এম ভাক্কার উদ্দিন লতিফি
অফিস সেক্রেটারি
Post a Comment